শিরোনামঃ ও আকাশ তুমি©
শিল্পীঃ আগুণ
কথাঃ আগুণ
সুরঃ আইয়ুব বাচ্চূ
এ্যালবামঃ কত দুঃখে আছি
-------------------------------
ও আকাশ,
বলো আমার প্রিয়ার চোখে...
এতো নীল কোথা থেকে এলো?
ও বাতাস তুমি বলো......
তার মন এ ফাগুন...কোথা থেকে পেলো ?
সাগর বলো তো কিভাবে....গভীর হল দুটি চোখ তার
পাহাড় বলো তো ঝর্নার মত সে কাঁদে
সেই কান্না কোথাকার?
ও আকাশ বলে দাও
ও বাতাস বলে দাও ।।
ঢেউয়ের মত সে আছড়ে পরে মনে,
পাখী হয়ে গান গেয়ে বসন্ত ডেকে আনে।
শিশিরের মত সে জড়িয়ে থাকে পায়ে,
এমন নিবিঢ় প্রেম কোথায় সে পেলো?
সাগর বলো তো কিভাবে....গভীর হল দুটি চোখ তার
পাহাড় বলো তো ঝর্নার মত সে কাঁদে
সেই কান্না কোথাকার?
আগুনের মত এত নির্ধিদায় জ্বালায় আমায়,
বিধাতার মত সে ওম শান্তি দিয়ে পালায়।
উপমার মতো তুমি হারাও ক্ষনে ক্ষনে,
সব কবিতাই হেরেই যে গেল।
সাগর বলো তো কিভাবে....
গভীর হল দুটি চোখ তার
পাহাড় বলো তো ঝর্নার মত সে কাঁদে
সেই কান্না কোথাকার?
ও আকাশ বলে দাও
ও বাতাস বলে দাও ।।