Title (Indic)তোমায় দেখে ছবি এঁকে WorkKakhno megh LanguageBengali Credits Role Artist Performer Aarti Mukherjee Writer Sudheen daas gupt LyricsBengaliতোমায় দেখে ছবি এঁকে মনের একান্তে দিলাম রেখে। হৃদয় বলে আমায় ডেকে ভালোবাসা দিয়ে রেখো ঢেকে।। আসুক নেমে বরষা ঘোর তুমি রয়েছ গভীর এ মন। দেখা দিও শুধু আড়াল থেকে।। আমায় আমি এমন করে বুঝিনি এ জীবন ভরে। যদি কখন চোখের তারায় মনের ছবিতে নেমে দাঁড়ায়। তারই আলোয় চিনে নেবো সে কে।। Englishtomāẏ dekhe chhabi em̐ke maner ekānte dilām rekhe| hṛdaẏ bale āmāẏ ḍeke bhālobāsā diẏe rekho ḍheke|| āsuk neme barṣhā ghor tumi raẏechh gabhīr e man| dekhā dio śhudhu ār̤āl theke|| āmāẏ āmi eman kare bujhini e jīban bhare| yadi kakhan chokher tārāẏ maner chhabite neme dām̐r̤āẏ| tāra̮i āloẏ chine nebo se ke||