Title (Indic)ভরে না তোমায় দেখে দেখে মন WorkJalsaa LanguageBengali Credits Role Artist Performer Anup jaalotaa LyricsBengaliভরে না তোমায় দেখে দেখে মন আকাশেরও মত বদলায় রঙ ভরে না তোমায় দেখে দেখে মন উদাসীর বাঁশী হয়ে ডেকে যায় দূরে পাখী যেনো বাসা বেঁধে চলে যায় উড়ে ভুলে যায় বাহারেতে ছেয়ে গেছে মন ভরে না তোমায় দেখে দেখে মন আকাশেরও মত বদলায় রঙ ভুলে যাব কি করে যে ভালোবাসা দিয়ে এই সাজানো সময় কিছুতে পারিনা কেন ভুলে আমি যেতে যে তোমায় ভালোবেসে মন ভরে সুখ চায় তারা আলেয়ার পিছে ছুটে মরে যায় তারা আঁধারের আঁচলেতে ঢলে যায় হৃদ ভরে না তোমায় দেখে দেখে মন আকাশেরও মত বদলায় রঙ ভরে না তোমায় দেখে দেখে মন আকাশেরও মত বদলায় রঙ Englishbhare nā tomāẏ dekhe dekhe man ākāśherao mat badalāẏ raṅ bhare nā tomāẏ dekhe dekhe man udāsīr bām̐śhī haẏe ḍeke yāẏ dūre pākhī yeno bāsā bem̐dhe chale yāẏ ur̤e bhule yāẏ bāhārete chheẏe gechhe man bhare nā tomāẏ dekhe dekhe man ākāśherao mat badalāẏ raṅ bhule yāb ki kare ye bhālobāsā diẏe ei sājāno samaẏ kichhute pārinā ken bhule āmi yete ye tomāẏ bhālobese man bhare sukh chāẏ tārā āleẏār pichhe chhuṭe mare yāẏ tārā ām̐dhārer ām̐chlete ḍhale yāẏ hṛd bhare nā tomāẏ dekhe dekhe man ākāśherao mat badalāẏ raṅ bhare nā tomāẏ dekhe dekhe man ākāśherao mat badalāẏ raṅ