জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা
বুকটা করে খাঁখাঁ আমার অন্তর হারায় দিশা
জাদুরে জাদুরে এ কেমন ভালবাসা
বুকটা করে খাঁখাঁ আমার অন্তর হারায় দিশা
দুরের মানুষ হইয়া গেলা চোখে রাইখা প্রেমের নেশা
জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা
বুকটা করে খাঁখাঁ আমার অন্তর হারায় দিশা
আমি কি আর বুঝিতাম প্রেম রাধা কৃষ্ণের লিলা
ছাদনি রাতে বন্ধুর সাক্ষাত তুমি তো শিখাইলা
তুমি তো শিখাইলা জাদুরে
মনে মনে কেমনে বাধতে আশা
জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা
বুকটা করে খাঁখাঁ আমার অন্তর হারায় দিশা
তুমিতো সেই বাগিচার ফুল কাটাতে ছেয়ে ভরা
তোমার মনের মালী হইয়্যা প্রেমেতে হইলাম মরা
তুমিতো মারিলা জাদুরে বুকেতে বারাইয়্যা প্রেম পিপাসা
জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা
বুকটা করে খাঁখাঁ আমার অন্তর হারায় দিশা
দুরের মানুষ হইয়্যা গেলা চোখে রাইখা প্রেমের নেশা
জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা
বুকটা করে খাঁখাঁ আমার অন্তর হারায় দিশা
রা রা রা রা রা রা রা রা রা
প্রেন্ডস কেমন লাগলো গানটা????
আর কেমন হলো গানটির মিউজিক ভিড়িও?????
সবার মতামত আশা করতেছি