Title (Indic)আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা WorkHyaamilner baamsheeoyaalaa LanguageBengali Credits Role Artist Performer Shubhradeb LyricsBengaliআমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা বাজাবো বাঁশী সুরে সুরে। তোমাকে আসতেই হবে সেখানেই থাক যত দূরে।। নীড়ে কী থাকে পাখি আকাশ ডাকে যদি সাগরে ছুটে যাবেই নদী। জানি আমার কাছে আসবে চেনা পথ ধরে তোমাকে আসতেই হবে সেখানেই থাক যত দূরে।। মেঘের আকাশে জ্বলে হাজার তাঁরার আলো আমাকে জানি বাস ভাল। তুমি চাঁদের মত হাসবে আমার আকাশ জুড়ে তোমাকে আসতেই হবে সেখানেই থাক যত দূরে।। Englishāmi hyāmilner sei bām̐śhīoẏālā bājābo bām̐śhī sure sure| tomāke āsatei habe sekhānei thāk yat dūre|| nīr̤e kī thāke pākhi ākāśh ḍāke yadi sāgre chhuṭe yābei nadī| jāni āmār kāchhe āsbe chenā path dhare tomāke āsatei habe sekhānei thāk yat dūre|| megher ākāśhe jbale hājār tām̐rār ālo āmāke jāni bās bhāl| tumi chām̐der mat hāsbe āmār ākāśh jur̤e tomāke āsatei habe sekhānei thāk yat dūre||