Title (Indic)আহা কি আনন্দ আকাশে বাতাসে WorkHeerak raajaar deshe LanguageBengali Credits Role Artist Performer Anup ghoshaal LyricsBengaliআহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে।। আজকে মোদের বড়ই সুখের দিন। আজি ঘরের বাধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন আজ আবার মোরা ভবঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। গড়বো ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে (মনে)। ফিরে আসে।। Englishāhā ki ānand ākāśhe bātāse| śhākhe śhākhe pākhi ḍāke kat śhobhā chāri pāśhe|| ājke moder bar̤a̮i sukher din| āji gharer bādhan chher̤e morā haẏechhi sbādhīn| āhā haẏechhi sbādhīn āj ābār morā bhabghure muluk chher̤e yāb dūre| gar̤bo bhuban gāner sure| purāno diner kathā āse (mane)| phire āse||