Title (Indic)মন বলেছে আমি প্রেমে পড়েছি WorkGunda Year1976 LanguageBengali Credits Role Artist Music Alam Khan Performer Sabina Yasmin LyricsBengaliমন বলেছে আমি প্রেমে পড়েছি ঐ গুন্ডা ছেলেটাকে ভালবেসেছি প্রেম করেছি আমি একি করেছি ঐ সর্বনাশা পথে পা দিয়েছি, মন বলেছে আমি লজ্জা শরম ছেড়েছি আমি ইজ্জত সম্মান ভুলেছি ভালবাসতে গিয়ে যেন বদ্ধ পাগল হয়েছি। মন্দ বলে লোকে কেউ পাগলি বলে ডাকে। শুধু প্রেমের কারণে স্বপনে সয়েছি হুম……. আ…… কেউ তো জানে না আমি প্রেমে পড়েছি ঐ গুন্ডা ছেলেটাকে ভালবেসেছি, মন বলেছে ঐ গুন্ডামার্কা ছেলেটি তার মিষ্টি মিষ্টি হাসিটি এই দিলটাতে মোর যেন জখমই করে দিয়েছে। সত্যই যদি বলি আমি ফান্দে পড়ে গেছি। শুধু কখন …, মন বলেছে……।। Englishman balechhe āmi preme par̤echhi ai gunḍā chheleṭāke bhālabesechhi prem karechhi āmi eki karechhi ai sarbanāśhā pathe pā diẏechhi, man balechhe āmi lajjā śharam chher̤echhi āmi ijjat sammān bhulechhi bhālabāste giẏe yen baddh pāgal haẏechhi| mand bale loke keu pāgli bale ḍāke| śhudhu premer kārṇe sbapne saẏechhi hum……. ā…… keu to jāne nā āmi preme par̤echhi ai gunḍā chheleṭāke bhālabesechhi, man balechhe ai gunḍāmārkā chheleṭi tār miṣhṭi miṣhṭi hāsiṭi ei dilṭāte mor yen jakhama̮i kare diẏechhe| satya̮i yadi bali āmi phānde par̤e gechhi| śhudhu kakhan …, man balechhe……||