Title (Indic)যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliযাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল। দুঃখের প্রসাদে এল আজি মুক্তির কাল॥ এই ভালো ওগো এই ভালো বিচ্ছেদবহ্নিশিখার আলো, নিষ্ঠুর সত্য করুক বরদান-- ঘুচে যাক ছলনার অন্তরাল॥ যাও প্রিয়, যাও তুমি যাও জয়রথে-- বাধা দিব না পথে, বিদায় নেবার আগে মন তব স্বপ্ন হতে যেন জাগে-- নির্মল হোক হোক সব জঞ্জাল॥ Englishyāk chhim̐r̤e, yāk chhim̐r̤e yāk mithyār jāl| duḥkher prasāde el āji muktir kāl|| ei bhālo ogo ei bhālo bichchhedabahniśhikhār ālo, niṣhṭhur saty karuk bardān-- ghuche yāk chhalnār antarāl|| yāo priẏ, yāo tumi yāo jaẏarthe-- bādhā dib nā pathe, bidāẏ nebār āge man tab sbapn hate yen jāge-- nirmal hok hok sab jañjāl||