Title (Indic)মাটি তোদের ডাক দিয়েছে WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliমাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে, আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে-- মরি হায় হায় হায়। হাওয়ার নেশায় উঠল মেতে, দিগ্ বধূরা ফসলখেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে-- মরি হায় হায় হায়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল। ঘরেতে আজ কে রবে গো, খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে, পাতায় পাতায় চমক লেগে বনের খুশি ধরে না গো, ওই যে উথলে-- মরি হায় হায় হায়॥ Englishmāṭi toder ḍāk diẏechhe āẏ re chale, āẏ āẏ āẏ| ḍālā ye tār bharechhe āj pākā phasle-- mari hāẏ hāẏ hāẏ| hāoẏār neśhāẏ uṭhal mete, dig badhūrā phasalkhete, roder sonā chhar̤iẏe par̤e dharār ām̐chle-- mari hāẏ hāẏ hāẏ| māṭher bām̐śhi śhune śhune ākāśh khuśhi hal| gharete āj ke rabe go, kholo duẏār kholo| ālor hāsi uṭhal jege, pātāẏ pātāẏ chamak lege baner khuśhi dhare nā go, oi ye uthle-- mari hāẏ hāẏ hāẏ||