Title (Indic)কাজ ভোলাবার কে গো তোরা WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliকাজ ভোলাবার কে গো তোরা ! রঙিন সাজে কে যে পাঠায় কোন্ সে ভুবন-মনো-চোরা ! কঠিন পাথর সারে সারে দেয় পাহারা গুহার দ্বারে, হাসির ধারায় ডুবিয়ে তারে ঝরাও রসের সুধা-ঝোরা ! স্বপন-তরীর তোরা নেয়ে লাগল প্রাণে নেশার হাওয়া, পাগ্লা পরান চলে গেয়ে। কোন্ উদাসীর উপবনে বাজল বাঁশি ক্ষণে ক্ষণে, ভুলিয়ে দিল ঈশান কোণে ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা । Englishkāj bholābār ke go torā ! raṅin sāje ke ye pāṭhāẏ kon se bhuban-mano-chorā ! kaṭhin pāthar sāre sāre deẏ pāhārā guhār dbāre, hāsir dhārāẏ ḍubiẏe tāre jharāo raser sudhā-jhorā ! sbapan-tarīr torā neẏe lāgal prāṇe neśhār hāoẏā, pāglā parān chale geẏe| kon udāsīr upabne bājal bām̐śhi kṣhaṇe kṣhaṇe, bhuliẏe dil īśhān koṇe jhañjhā ghanāẏ ghanghorā |