Title (Indic)দাঁড়িয়ে আছ তুমি আমার WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliদাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে-- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥ বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী-- এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥ তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥ Englishdām̐r̤iẏe āchh tumi āmār gāner o pāre-- āmār surguli pāẏ charaṇ, āmi pāi ne tomāre || bātās bahe mari mari, ār bem̐dhe rekho nā tarī-- eso eso pār haẏe mor hṛdaẏamājhāre || tomār sāthe gāner khelā dūrer khelā ye, bednāte bām̐śhi bājāẏ sakal belā ye| kabe niẏe āmār bām̐śhi bājābe go āpni āsi ānandamaẏ nīrab rāter nibir̤ ām̐dhāre ||