Title (Indic)চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliচাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥ পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে-- ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ॥ নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ। ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো ॥ Englishchām̐der hāsir bām̐dh bheṅechhe, uchhle par̤e ālo| o rajanīgandhā, tomār gandhasudhā ḍhālo || pāgal hāoẏā bujhte nāre ḍāk par̤echhe kothāẏ tāre-- phuler bane yār pāśhe yāẏ tārei lāge bhālo || nīl gagner lalāṭkhāni chandane āj mākhā, bāṇībner haṁsamithun melechhe āj pākhā| pārijāter keśhar niẏe dharāẏ, śhaśhī, chhar̤āo kī e| indrapurīr kon ramṇī bāsarapradīp jbālo ||