Title (Indic)চাঁদ, হাসো হাসো WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliচাঁদ হাসো, হাসো। হারা হৃদয় দুটি ফিরে এসেছে। কত দুখে কত দূরে, আঁধার সাগর ঘুরে, সোনার তরণী দুটি তীরে এসেছে। মিলন দেখিবে বলে, ফিরে বায়ু কুতূহলে, চারি ধারে ফুলগুলি ঘিরে এসেছে। চাঁদ হাসো, হাসো। হারা হৃদয় দুটি ফিরে এসেছে। Englishchām̐d hāso, hāso| hārā hṛdaẏ duṭi phire esechhe| kat dukhe kat dūre, ām̐dhār sāgar ghure, sonār tarṇī duṭi tīre esechhe| milan dekhibe bale, phire bāẏu kutūhle, chāri dhāre phulguli ghire esechhe| chām̐d hāso, hāso| hārā hṛdaẏ duṭi phire esechhe|