Title (Indic)আমার হারিয়ে যাওয়া দিন WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliআমার হারিয়ে যাওয়া দিন আর কি খুঁজে পাব তারে বাদল-দিনের আকাশ-পারে-- ছায়ায় হল লীন। কোন্ করুণ মুখের ছবি পুবেন হাওয়ায় মেলে দিল সজল ভৈরবী। এই গহন বনচ্ছায় অনেক কালের স্তব্ধবাণী কাহার অপেক্ষায় আছে বচনহীন॥ Englishāmār hāriẏe yāoẏā din ār ki khum̐je pāb tāre bādal-diner ākāśh-pāre-- chhāẏāẏ hal līn| kon karuṇ mukher chhabi puben hāoẏāẏ mele dil sajal bhairbī| ei gahan banachchhāẏ anek kāler stabdhabāṇī kāhār apekṣhāẏ āchhe bachanhīn||