Title (Indic)আমাদের সখীরে কে নিয়ে যাবে রে WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliআমাদের সখীরে কে নিয়ে যাবে রে— তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না। কে জানে কোথা হতে কে এসেছে। কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।। সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব, বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।। Englishāmāder sakhīre ke niẏe yābe re— tāre ker̤e neb, chher̤e deb nā—nā—nā| ke jāne kothā hate ke esechhe| ken se moder sakhī nite āse—deb’ nā|| sakhīrā pathe giẏe dām̐r̤āb, hāte tār phuler bām̐dhan jar̤āb, bem̐dhe tāẏ rekhe deb’ kusumabne— sakhīre niẏe yete deb’ nā||