Title (Indic)আমাদের খেপিয়ে বেড়ায় WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliআমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে?। ছুটল বেগে ফাগুন হাওয়া কোন্ খ্যাপামির নেশায় পাওয়া, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে ॥ কোন্ খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীর। সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির। চল্ রে সোজা, ফেল্ রে বোঝা, রেখে দে তোর রাস্তা-খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে ॥ Englishāmāder khepiẏe ber̤āẏ ye kothāẏ lukiẏe thāke re?| chhuṭal bege phāgun hāoẏā kon khyāpāmir neśhāẏ pāoẏā, ghūrṇā hāoẏāẏ ghuriẏe dil sūryatārāke || kon khyāpāmir tāle nāche pāgal sāgar-nīr| sei tāle ye pā phele yāi, ra̮ite nāri sthir| chal re sojā, phel re bojhā, rekhe de tor rāstā-khom̐jā, chalār bege pāẏer talāẏ rāstā jegechhe ||