Title (Indic)আজিকে এই সকালবেলাতে WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliআজিকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে ॥ আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে, বাতাস মাতে আলোছায়ার মায়ার খেলাতে ॥ নীলিমা এই নিলীন হল আমার চেতনায়। সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়। লোকান্তরের ও পার হতে কে উদাসী বায়ুর স্রোতে ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে ॥ Englishājike ei sakālabelāte base āchhi āmār prāṇer surṭi melāte || ākāśhe oi aruṇ rāge madhur tān karuṇ lāge, bātās māte ālochhāẏār māẏār khelāte || nīlimā ei nilīn hal āmār chetanāẏ| sonār ābhā jar̤iẏe gel maner kāmanāẏ| lokāntarer o pār hate ke udāsī bāẏur srote bhese ber̤āẏ digante oi megher bhelāte ||