Title (Indic)আজি রাজ আসনে তোমারে বসাইবো WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliআজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে।। সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে।। তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব তোমার ভকতেরই এ অভিমান। ফিরিবে বাহিরে সর্ব চরাচর– তুমি চিত্ত-আগারে।। Englishāji rāj-āsne tomāre basāib hṛdaẏamājhāre|| sakal kāmnā sam̐pib charṇe abhiṣhek-uphāre|| tomāre, biśhbarāj, antare rākhib tomār bhakatera̮i e abhimān| phiribe bāhire sarb charāchar– tumi chitt-āgāre||