You are here

Aaj aakaasher maner

Title (Indic)
আজ আকাশের মনের
Work
Language
Credits
Role Artist
Writer Rabindranath Tagore

Lyrics

Bengali

আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
        সারা প্রহর আমার বুকের মাঝে॥
দিঘির কালো জলের 'পরে   মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
     বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
        সারা প্রহর আমার বুকের মাঝে॥
          আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে।
ম্লানস্মৃতির বাণী যত  পল্লবমর্মরের মতো
     সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
        সারা প্রহর আমার বুকের মাঝে॥

English

āj ākāśher maner kathā jharo jharo bāje
        sārā prahar āmār buker mājhe||
dighir kālo jaler 'pare   megher chhāẏā ghaniẏe dhare,
     bātās bahe yugāntarer prāchīn bednā ye
        sārā prahar āmār buker mājhe||
          ām̐dhār bātāẏane
eklā āmār kānākāni oi ākāśher sane|
mlānasmṛtir bāṇī yat  pallabamarmarer mato
     sajal sure oṭhe jege jhillimukhar sām̐jhe
        sārā prahar āmār buker mājhe||

Lyrics search