আগে চল্, আগে চল্ ভাই!
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে,
বেঁচে মরে কিবা ফল ভাই!
আগে চল্, আগে চল্ ভাই ॥
প্রতি নিমেষেই যেতেছে সময়,
দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়--
'সময় সময়' ক'রে পাঁজি পুঁথি ধ'রে
সময় কোথা পাবি বল্ ভাই!
আগে চল্, আগে চল্ ভাই ॥
পিছায়ে যে আছে তারে ডেকে নাও
নিয়ে যাও সাথে করে--
কেহ নাহি আসে, একা চলে যাও
মহত্ত্বের পথ ধরে।
পিছু হতে ডাকে মায়ার কাঁদন,
ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন--
সাধিতে হইবে প্রাণের সাধন,
মিছে নয়নের জল ভাই!
আগে চল্, আগে চল্ ভাই ॥
চিরদিন আছি ভিখারির বেশে
জগতের পথপাশে--
যারা চলে যায় কৃপাচোখে চায়,
পদধুলা উড়ে আসে।
ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে
মনিবের সাথে যোগ দিতে হবে--
তা যদি না পারো চেয়ে দেখো তবে
ওই আছে রসাতল ভাই!
আগে চল্, আগে চল্ ভাই ॥