Title (Indic)আছে দুঃখ, আছে মৃত্যু WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliআছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥ তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ-- সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥ Englishāchhe duḥkh, āchhe mṛtyu, birahadhan lāge| tabuo śhānti, tabu ānand, tabu anant jāge || tabu prāṇ nityadhārā, hāse sūry chandr tārā, basant nikuñje āse bichitr rāge || taraṅg milāẏe yāẏ taraṅg uṭhe, kusum jhariẏā par̤e kusum phuṭe| nāhi kṣhaẏ, nāhi śheṣh, nāhi nāhi dainyaleśh-- sei pūrṇatār pāẏe man sthān māge ||