Title (Indic)সোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল WorkDui Duari Year2001 LanguageBengali Credits Role Artist Music Maksud Jamil Mintu Performer Selim Chowdhury Writer Humayun Ahmed LyricsBengaliসোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল সেই দীঘিতে হায় আচানক পুস্প ফুটেছিল নিশি রাইতে দীঘির জলে উড়াল বায়ু বয় বন্ধুয়ারে সেথায় নিতে আমার মনে লয় গো বন্ধু আমার মনে লয়।। ঘন কালো দীঘির জলে নামে চাঁন্দের ছায়া রাইত নীশিথে মন পীড়িতে কাইন্দা মরে মায়া। কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই চাঁন্দের ছায়া হায় কী মায়া মনে কষ্ট হয় মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু হয়ে পরিচয়।। মনের দুঃখ মনে রাখ বনের দুঃখ বনে মরণকালে হবে দেখা বন্ধুয়ার সনে। কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই মায়া দীঘির কালো জলে উড়াল বায়ু বয় মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু হয়ে পরিচয়।। Englishsohāgpur grāme ekṭā māẏā dīghi chhil sei dīghite hāẏ āchānak pusp phuṭechhil niśhi rāite dīghir jale ur̤āl bāẏu baẏ bandhuẏāre sethāẏ nite āmār mane laẏ go bandhu āmār mane laẏ|| ghan kālo dīghir jale nāme chām̐nder chhāẏā rāit nīśhithe man pīr̤ite kāindā mare māẏā| kāindo nā kāindo man kāindā phāẏadā nāi bandhuẏāre sāthe nibā tāhār upāẏ nāi chām̐nder chhāẏā hāẏ kī māẏā mane kaṣhṭ haẏ maraṇkāle bandhur sāthe habe parichaẏ go bandhu haẏe parichaẏ|| maner duḥkh mane rākh baner duḥkh bane maraṇkāle habe dekhā bandhuẏār sane| kāindo nā kāindo man kāindā phāẏadā nāi bandhuẏāre sāthe nibā tāhār upāẏ nāi māẏā dīghir kālo jale ur̤āl bāẏu baẏ maraṇkāle bandhur sāthe habe parichaẏ go bandhu haẏe parichaẏ||