Title (Indic)ভুল বুঝে তোমাকে যে কষ্ট দিয়েছি WorkBhul sabai bhul LanguageBengali Credits Role Artist Performer Andrew Kishore LyricsBengaliভুল বুঝে তোমাকে যে কষ্ট দিয়েছি করেছি অনেক অনুশোচনা। আমারই জীবন থেকে চলে গেছে সুখ বেঁচে আছি বুকে নিয়ে বেদনা।। স্বপ্ন হারিয়ে যায় স্মৃতিরা খোঁজে তোমায় যেখানেই থাক তুমি থেকো সুখেরই ছায়ায়। নিজেরই ভুলে আর নিঃস্ব হলাম ভাবতে আমি আর পারি না।। দিলে না সময় তুমি কখনো ভুল ভাঙবার অভিমানে চলে গেলে সবই যে হারাল আমার। তোমাকে হারিয়ে তাই শূন্য জীবন ভাবতে আমি আর পারি না।। Englishbhul bujhe tomāke ye kaṣhṭ diẏechhi karechhi anek anuśhochnā| āmāra̮i jīban theke chale gechhe sukh bem̐che āchhi buke niẏe bednā|| sbapn hāriẏe yāẏ smṛtirā khom̐je tomāẏ yekhānei thāk tumi theko sukhera̮i chhāẏāẏ| nijera̮i bhule ār niḥsb halām bhābte āmi ār pāri nā|| dile nā samaẏ tumi kakhno bhul bhāṅbār abhimāne chale gele saba̮i ye hārāl āmār| tomāke hāriẏe tāi śhūny jīban bhābte āmi ār pāri nā||