Title (Indic)খোপার ঐ গোলাপ দিয়ে WorkBhalobasa Bhalobasa Year1985 LanguageBengali Credits Role Artist Music Hemant Kumar Performer Shibaajee Chatterjee LyricsBengaliখোপার ঐ গোলাপ দিয়ে মনটাকে কেন এত কাছে আনলে। পারবে কি বাসতে ভাল আমাকে জানলে আমাকে তেমন করে জানলে।। যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভাল আমি যে মন্দ করি সবই তা লিখো না আমায় নিয়ে কবিতা। স্বপ্নের হাতটি ধরে নাইবা আমায় ডাকলে।। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার স্বর্গের দেবী তুমি এসো না মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি তোমার বল এই অনুরোধ মানলে।। Englishkhopār ai golāp diẏe manṭāke ken et kāchhe ānle| pārbe ki bāste bhāl āmāke jānle āmāke teman kare jānle|| yekhāne śhudhui ālo yekhāne śhudhui bhāl āmi ye mand kari saba̮i tā likho nā āmāẏ niẏe kabitā| sbapner hātṭi dhare nāibā āmāẏ ḍākle|| ekhāne jīban āmār phul naẏ śhudhui kām̐ṭār sbarger debī tumi eso nā māṭite komal charaṇ rekho nā| kṣhati tomār bal ei anurodh mānle||