Title (Indic)কাল রাতে WorkBesht ab lejend Year2012 LanguageBengali Credits Role Artist Music Saamee saattaar Performer Lejend Writer Ikbaal aasiph juyel LyricsBengaliকাল রাতে আমার স্বপ্নে এসেছো তুমি কাছে এসে পাশে বসে ভালোবেসেছো তুমি আমার যত ভালোবাসা ছিলো দিয়েছি তোমায় তার বিনিময়ে আমি পেয়েছি কি হায় তুমি ছাড়া এ জীবন আমার কিভাবে কাটবে একা এ যেন কোন অজানা পথ ঘন কুয়াশায় ঢাকা আমার এই নিঃসঙ্গ জীবনে আসবে কি তুমি সাঙ্গি হয়ে ভালোবাসা হৃদয় গভীরে সময় তো মোর থমকে গেছে তোমায় পাবার আশায় জীবনের ওপাড়ে হয়তোবা দেখা হবে দুজনার Englishkāl rāte āmār sbapne esechho tumi kāchhe ese pāśhe base bhālobesechho tumi āmār yat bhālobāsā chhilo diẏechhi tomāẏ tār binimaẏe āmi peẏechhi ki hāẏ tumi chhār̤ā e jīban āmār kibhābe kāṭbe ekā e yen kon ajānā path ghan kuẏāśhāẏ ḍhākā āmār ei niḥsaṅg jībne āsbe ki tumi sāṅgi haẏe bhālobāsā hṛdaẏ gabhīre samaẏ to mor thamke gechhe tomāẏ pābār āśhāẏ jībner opār̤e haẏatobā dekhā habe dujnār