Title (Indic)পদধ্বনি WorkBaraabar shaharatlee Year2010 LanguageBengali Credits Role Artist Music Mishu Performer Shaharatlee Writer Tapan LyricsBengaliকোথাও থামেনি তোমার পদধ্বনি, শুকনো পাতার উড়াও থামেনি৷ পিছুটানেও কভু পিছে ফেরোনি, সামনের পথই শুধু বাস্তব জানি৷ অবাক অথৈ আবেগ, রূদ্ধবোধে মাতাল বিবেক৷ অনন্ত চেয়ে থাকা, আলোয় ভাস্কর্য গড়া৷ স্নায়ুরা এখনো শীতল, মৌনতা রন্ধ্রে বিকল৷ পেলব হাওয়ার দল, খুঁজে না পাওয়া তল৷ কৃষ্ণচূড়ার ডালে ডালে হাসি, ওদের ফাঁকে মেঘ আর পাখি৷ শেকড় ওখানে কেঁপে কেঁপে উঠে, খাকি নাড়া দেয় শক্ত ভিতে৷ Englishkothāo thāmeni tomār padadhbani, śhukno pātār ur̤āo thāmeni৷ pichhuṭāneo kabhu pichhe pheroni, sāmner patha̮i śhudhu bāstab jāni৷ abāk athai ābeg, rūddhabodhe mātāl bibek৷ anant cheẏe thākā, āloẏ bhāskary gar̤ā৷ snāẏurā ekhno śhītal, mauntā randhre bikal৷ pelab hāoẏār dal, khum̐je nā pāoẏā tal৷ kṛṣhṇachūr̤ār ḍāle ḍāle hāsi, oder phām̐ke megh ār pākhi৷ śhekar̤ okhāne kem̐pe kem̐pe uṭhe, khāki nār̤ā deẏ śhakt bhite৷