যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরানো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ
শেষ ব্যার্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দে দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে..
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যার্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাব আমরা এ দুজন
নতুন এক পৃথিবীতে তোমারই মত
গতির অভাবে সুখ থেমে যাবে না
হাত বাড়ালে কখনো অপ্রাপ্তি মিলবে না
হারিয়ে যাবার ভয় তোমায় ছুবে না
সময় কে পিছনে ফেলে এগিয়ে যাবো
আনন্দে দুঃখে নয়
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যার্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাব আমরা এ দুজন
নতুন এক পৃথিবীতে তোমারই মত