Title (Indic)আমার স্বপ্ন যে সত্যি হলো আজ WorkAnusandhaan LanguageBengali Credits Role Artist Performer Kishore Kumar LyricsBengaliআমার স্বপ্ন যে সত্যি হলো আজ কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙ্গে রঙ্গে এ-জীবন ভরে দিল সে পাখি আর ভ্রমেরর ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে আজ মন জাগে যেন ভালবাসাতে কাছে থাকো কথা রাখো নয় ভোল লাজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ ।। আকশের রঙ ঐ নিলাভ এত খুশি কাকে আর বিলাবো আজ তুমি আমি একই সুরে মিলাবো মন ভুলে সুর দোলায় তুমি দোলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ ।। স্বপ্নেরই মায়াজাল গুনে যে দিন ক্ষন গেছে কাল গুণিতে আজ এলে তুমি এই ফাল্গুনে যে কাছে এসে ভালবেসে মুখ তোলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙ্গে রঙ্গে এ-জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো আজ Englishāmār sbapn ye satyi halo āj kāchhe elo etdin dūre chhil ye raṅge raṅge e-jīban bhare dil se pākhi ār bhramerar bhāṣhāte bhare gechhi śhudhu ālo āśhāte āj man jāge yen bhālabāsāte kāchhe thāko kathā rākho naẏ bhol lāj āmār sbapn ye satyi halo āj || ākśher raṅ ai nilābh et khuśhi kāke ār bilābo āj tumi āmi eka̮i sure milābo man bhule sur dolāẏ tumi dolo āj āmār sbapn ye satyi halo āj || sbapnera̮i māẏājāl gune ye din kṣhan gechhe kāl guṇite āj ele tumi ei phālgune ye kāchhe ese bhālbese mukh tolo āj āmār sbapn ye satyi halo āj kāchhe elo etdin dūre chhil ye raṅge raṅge e-jīban bhare dil se āmār sbapn ye satyi halo āj