কেন বা এলে বা জড়ালে প্রেমে কেন তুমিআমায়
কেন বুঝিনি কি হারিয়ে আমি উড়ে উড়ে যেতে চাই । । ।
জীবনে কি খেলা খেলেছো যে হায় এর শেষ বলো কোথায়
ঢেউয়ে ভাঙে দু-কূল ভাঙে স্বপ্ন যে হায় আমি আঁধারে হারায় । । ।
কেন বা এলে বা জড়ালে প্রেমে কেন তুমিআমায়
কেন বুঝিনি কি হারিয়ে আমি উড়ে উড়ে যেতে চাই । । ।
আমি তোমার তুমি যে আমার
কেউ কারো নয় কেন বলো
একজীবনে এতোটা সুখ দেবো কেমনে
তুমি বলো
একা আমি একা রবো যে শুধু একা
জীবনে কি খেলা খেলেছো যে হায় এর শেষ বলো কোথায়
ঢেউয়ে ভাঙে দু-কূল ভাঙে স্বপ্ন যে হায় আমি আঁধারে হারায়
কেন বা এলে বা জড়ালে প্রেমে কেন তুমিআমায়
কেন বুঝিনি কি হারিয়ে আমি উড়ে উড়ে যেতে চাই
ক্লান্ত আমি শূণ্য হৃদয়
আর পারি না সইতে হায়
এসো তুমি এসো যে ফিরে ভালবাসার গভীরে
পারবো না তোমায় ছাড়া বাঁচতে
জীবনে কি খেলা খেলেছো যে হায় এর শেষ বলো কোথায়
ঢেউয়ে ভাঙে দু-কূল ভাঙে স্বপ্ন যে হায় আমি আঁধারে হারায় । । ।
কেন বা এলে বা জড়ালে প্রেমে কেন তুমিআমায়
কেন বুঝিনি কি হারিয়ে আমি উড়ে উড়ে যেতে চাই । । ।