Title (Indic)নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও WorkAnbeshan Year2009 LanguageBengali Credits Role Artist Performer Tausiph LyricsBengaliনীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় ছোবেনা এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা। ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও এ জীবন দিতে পারি জমিয়ে যাও শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় ছোবেনা এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা। আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি, চৌ সীমানা দেব পাড়ি , বাঁধা যে মানবনা এসো ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে ভয় যে আর করিনা। দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি সব আলোতে দেব ভরে আধার যে ডাকবেনা সেই সপ্নের কথা সত্যি হলে মন সাজাব ফুলে ফুলে ঘুম যে আর হবেনা। Englishnīlākāśh chhute pāri yadi tumi chāo oi megh hate pāri, yadi tumi chāo śhudhu kathā dāo bhule yābenā, ekṭu duḥkh āmāẏ chhobenā ei pṛthibīr binimaẏeo āmāẏ kakhno chher̤e yābenā| bhālobese yete pāri yadi tumi chāo e jīban dite pāri jamiẏe yāo śhudhu kathā dāo bhule yābenā, ekṭu duḥkh āmāẏ chhobenā ei pṛthibīr binimaẏeo āmāẏ kakhno chher̤e yābenā| āj man chhuṭechhe sukher bār̤i , duḥkher sāthe diẏe ār̤i, chau sīmānā deb pār̤i , bām̐dhā ye mānabnā eso bhālabāsār chhāẏātle man bhejābo sukher jale bhaẏ ye ār karinā| dekh rāt chhuṭechhe chāder bār̤i , maner mājhe sbapn tāri sab ālote deb bhare ādhār ye ḍākbenā sei sapner kathā satyi hale man sājāb phule phule ghum ye ār habenā|