You are here

Kaalo megh

Title (Indic)
কালো মেঘ
Work
Year
Language
Credits
Role Artist
Music Sajeeb
Performer
Writer Juyel

Lyrics

Bengali

কালো মেঘ জমেছে আকাশে
এখনই অঝরে বৃষ্টি ঝরবে
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

মেঘ ভেংগে অবিরাম বৃষ্টি ঝরে
সেই বৃষ্টির মাঝে একাকি দাড়িয়ে..
সময় কেটে যায়,বৃষ্টিও থেমে যায়
আমি হায়,তোমারই অপেক্ষায়।
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

বৃষ্টি থেমে গেলে মেঘ সরে যায়
মেঘ সরে গিয়ে সূর্যটা উকি দেয়..
তবু আমি শুধু ভাবি
হয়ত তুমি আসবে এখনই।
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

কালো মেঘ জমেছে আকাশে
এখনই অঝরে বৃষ্টি ঝরবে
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

English

kālo megh jamechhe ākāśhe
ekhana̮i ajhre bṛṣhṭi jharbe
tabu pāi nā tomāke khuje
pāi nā tomāẏ pāśhe|

megh bheṁge abirām bṛṣhṭi jhare
sei bṛṣhṭir mājhe ekāki dār̤iẏe..
samaẏ keṭe yāẏ,bṛṣhṭio theme yāẏ
āmi hāẏ,tomāra̮i apekṣhāẏ|
tabu pāi nā tomāke khuje
pāi nā tomāẏ pāśhe|

bṛṣhṭi theme gele megh sare yāẏ
megh sare giẏe sūryaṭā uki deẏ..
tabu āmi śhudhu bhābi
haẏat tumi āsbe ekhana̮i|
tabu pāi nā tomāke khuje
pāi nā tomāẏ pāśhe|

kālo megh jamechhe ākāśhe
ekhana̮i ajhre bṛṣhṭi jharbe
tabu pāi nā tomāke khuje
pāi nā tomāẏ pāśhe|

Lyrics search