কীভাবে ভোর হয়
কীভাবে ফোটে ফুল
এসব ছায়ার আড়ালে কী রয়
কেউ কি জানে?
তবু দেখি সবাই হাটছে কুয়াশার ভেতরে
কেউ কারও মুখ চিনছে না
কীভাবে জেগে থাকে কীভাবে বোঝে সব
এসব না বলা কথা কেউ যানে নিশ্চয়ই
তবু দেখি সবাই হাটছে কুয়াশার ভেতরে
কেউ কারও মুখ মুখ দেখছে না
তবু দেখি সবাই শূন্যতায়
কেমন ক্লান্ত বিষন্ন এই না-থাকা জীবনে