Title (Indic)কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা Workunknown LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Suchitra Mitro Writer Rabindranath Tagore LyricsBengaliকোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার, পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে। Englishkothāo āmār hāriẏe yābār nei mānā mane mane| mele dilem gāner surer ei ḍānā mane mane| tepāntarer pāthār peroi rūpakthār, path bhule yāi dūr pāre sei chupakthār, pārulabner champāre mor haẏ jānā mane mane| sūry yakhan aste par̤e ḍhuli meghe meghe ākāśhakusum tuli| sāt sāgrer phenāẏ phenāẏ miśhe yāi bhese dūr diśhe, parīr deśher baddh duẏār dii hānā mane mane|