Title (Indic)একদিন কান্নার রোল উঠবে WorkPremer aabesh LanguageBengali Credits Role Artist Performer Kumaar bishbajit Writer Nakul kumaar bishbaas LyricsBengaliএকদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। আমায় নতুন করে দেখতে সবাই,আসবে সারি সারিতে। বন্ধু-বান্ধব আসবে যারা, নানা প্রশ্ন করবে তারা। বন্ধু-বান্ধব আসবে যারা, কত প্রশ্ন করবে তারা। আমি থাকব শুয়ে বালিশ ছাড়া, পারব না ঠোঁট নাড়িতে। আপন যারা তারা এসে, সাজাবেরে নতুন বেশে। আমি টিকিট ছাড়া উঠবো শেষে, ইঞ্জিন ছাড়া গাড়িতে। Englishekdin kānnār rol uṭhbe āmār bār̤ite| āmāẏ natun kare dekhte sabāi,āsbe sāri sārite| bandhu-bāndhab āsbe yārā, nānā praśhn karbe tārā| bandhu-bāndhab āsbe yārā, kat praśhn karbe tārā| āmi thākab śhuẏe bāliśh chhār̤ā, pārab nā ṭhom̐ṭ nār̤ite| āpan yārā tārā ese, sājābere natun beśhe| āmi ṭikiṭ chhār̤ā uṭhbo śheṣhe, iñjin chhār̤ā gār̤ite|