Title (Indic)পাতা ঝরে যায় WorkPratishruti Year1991 LanguageBengali Credits Role Artist Music Shaaphin aahmed Performer Maailas Writer Atnu chakrabartee LyricsBengaliপাতা ঝরে যায় শুধু নিরালায় নতুন পাতা গড়ার আশায় দূরে রয়েছি বিরহী ছায়ায় নিবিড় করে পাবার আশায়।। ফুল ঝরে যায় কেন কি ব্যাথায় সে তো নতুন কুড়ির ইশারায় প্রাত বয়ে যায় ভোরের আশায় নীরবতারই এ আধারে।। ভালোবাসা নিয়ে কাছে আশা জানো না কি নেশা হারাবার নদী বয়ে যায় , কেন কি নেশায় সে তো পূর্ণ হতে মেশে মোহনায়।। Englishpātā jhare yāẏ śhudhu nirālāẏ natun pātā gar̤ār āśhāẏ dūre raẏechhi birhī chhāẏāẏ nibir̤ kare pābār āśhāẏ|| phul jhare yāẏ ken ki byāthāẏ se to natun kur̤ir iśhārāẏ prāt baẏe yāẏ bhorer āśhāẏ nīrabatāra̮i e ādhāre|| bhālobāsā niẏe kāchhe āśhā jāno nā ki neśhā hārābār nadī baẏe yāẏ , ken ki neśhāẏ se to pūrṇ hate meśhe mohanāẏ||