Title (Indic)যেও না WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Saagar sen Writer Rabindranath Tagore LyricsBengaliযেও না, যেও না ফিরে দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে। তুমি গঠিত যেন স্বপনে এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি ধরিয়া রাখি যতনে।। প্রাণের মাঝে তোমারে ঢাকিব ফুলের পাশে বাঁধিয়ে রাখিব তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে।। Englishyeo nā, yeo nā phire dām̐r̤āo bārek dām̐r̤āo hṛdaẏ-āsne| chañchal samīr sam phirichh ken kusume kusume, kānne kānne| tomāẏ dharite chāhi, dharite pāri ne| tumi gaṭhit yen sbapne es he, tomāre bārek dekhi bhariẏe ām̐khi dhariẏā rākhi yatne|| prāṇer mājhe tomāre ḍhākib phuler pāśhe bām̐dhiẏe rākhib tumi dibas-niśhi rahibe miśhi komal prem-śhaẏane||