Title (Indic)যদি ভুল করে কাছে এসে থাকি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Tapan Chowdhury LyricsBengaliযদি ভুল করে কাছে এসে থাকি তবে সে ভুলের অনুশোচনা আমাকে করতে দাও বিরহের অনলে আজ আমাকেই পুড়তে দাও।। হয়তো এ গান হবে শেষ গান জানবে না ছিল কি অভিমান একটু না পাওয়ার বেদনা নিয়ে আামায় একা তুমি কাঁদতে দাও।। একদিন শেষ হবে এ জীবন ডাকবে আমায় কাছে মরণ ভেঙ্গে যাওয়া স্বপ্ন হৃদয়ে নিয়ে আমায় একা তুমি বাঁচতে দাও।। Englishyadi bhul kare kāchhe ese thāki tabe se bhuler anuśhochnā āmāke karte dāo birher anle āj āmākei pur̤te dāo|| haẏato e gān habe śheṣh gān jānbe nā chhil ki abhimān ekṭu nā pāoẏār bednā niẏe āাmāẏ ekā tumi kām̐dte dāo|| ekdin śheṣh habe e jīban ḍākbe āmāẏ kāchhe maraṇ bheṅge yāoẏā sbapn hṛdaẏe niẏe āmāẏ ekā tumi bām̐chte dāo||