Title (Indic)তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Pharidaa paarbheen LyricsBengaliতোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম সে এখন ঘোমটা পড়া কাজল বধু দূরের কোন গাঁয় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়।। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায় বললো ভালবেসে এখানে আম কুড়োবার ধুম লেগেছে। চল না অন্য কোথাও যাই পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।। দুপুর বেলা মল্লিকাদীর আটচালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে। সে কথা ভাবলে এখন বর্ষা নামে। দুচোখে সজল বরষা যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।। Englishtomrā bhulei gechh mallikādīr nām se ekhan ghomṭā par̤ā kājal badhu dūrer kon gām̐ẏ pather mājhe path hārāle ār ki pāoẏā yāẏ|| bṛṣhṭi jharā pather dhāre ām kur̤ote ese bhejā hāte ḍāklo āmāẏ ballo bhālbese ekhāne ām kur̤obār dhum legechhe| chal nā any kothāo yāi pather mājhe path hārāle ār ki pāoẏā yāẏ ye din gechhe sedin ki ār phiriẏe ānā yāẏ|| dupur belā mallikādīr āṭachālāte giẏe putul khelār chhal karechhi hṛdaẏ diẏe niẏe| se kathā bhāble ekhan barṣhā nāme| duchokhe sajal barṣhā ye din gechhe sedin ki ār phiriẏe ānā yāẏ||