Title (Indic)সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Sabina Yasmin LyricsBengaliসেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে,ঘরে ফিরবে কবে ফিরবে,নাকি ফিরবে না । দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মুছেনা আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে শুধু শূণ্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে খোকা ফিরবে,ঘরে ফিরবে কবে ফিরবে,নাকি ফিরবে না । দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে খোকা ফিরবে,ঘরে ফিরবে কবে ফিরবে,নাকি ফিরবে না । Englishsei rel lāiner dhāre meṭho pathṭār pār̤e dār̤iẏe ek madhyabaẏasī nārī ekhno raẏechhe hāt bār̤iẏe khokā phirbe,ghare phirbe kabe phirbe,nāki phirbe nā | dṛṣhṭi theke tār bṛṣhṭi gechhe kabe śhukiẏe se to aśhru muchhenā ār gopne ām̐chle mukh lukiẏe śhudhu śhūṇye cheẏe thāke yen ākāśher sīmā chhār̤iẏe khokā phirbe,ghare phirbe kabe phirbe,nāki phirbe nā | dasyi chhele sei yuddhe gel phirlo nā ār ājo śhūṇy hṛdaẏe tār gumr̤e gumr̤e yāẏ hāhākār khokā āsbe,ghare āsbe yen marṇer sīmā chhār̤iẏe khokā phirbe,ghare phirbe kabe phirbe,nāki phirbe nā |