Title (Indic)সবাই বলে যত সর্বনাশের মুল WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Naargis paarbheen LyricsBengaliসবাই বলে যত সর্বনাশের মুল সে নাকি আমারই এই ভ্রমর কাল চুল।। সে চুলে তুললে বাতাস ঢেউ পারে না সইতে বুঝি কেউ। তখনই সাধ নাকি হয়। করতে আবার ভালবাসার ভুল।। সে চুলে বন্দি গহীন রাত সবার তাই স্বপ্ন দেখার সাধ। বুঝি না তাই কী হারাই। সেই আধারে সবার মনের ফুল।। Englishsabāi bale yat sarbanāśher mul se nāki āmāra̮i ei bhramar kāl chul|| se chule tulle bātās ḍheu pāre nā sa̮ite bujhi keu| takhana̮i sādh nāki haẏ| karte ābār bhālabāsār bhul|| se chule bandi gahīn rāt sabār tāi sbapn dekhār sādh| bujhi nā tāi kī hārāi| sei ādhāre sabār maner phul||