Title (Indic)কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Shaamaa rahmaan Writer Rabindranath Tagore LyricsBengaliকেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো।। তুমি পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত।। তখন আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। তবু ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয়ক্ষত।। Englishken chokher jale bhijiẏe dilem nā śhukno dhulo yat ke jānit āsbe tumi go anāhūter mato|| tumi pār haẏe esechh maru, nāi ye sethāẏ chhāẏātru pather duḥkh dilem tomāẏ go eman bhāgyahat|| takhan ālsete base chhilem āmi āpan gharer chhāẏe, jāni nāi ye tomāẏ kat byathā bājbe pāẏe pāẏe| tabu oi bednā āmār buke bejechhil gopan dukhe dāg diẏechhe marme āmār go gabhīr hṛdaẏakṣhat||