Title (Indic)এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Tapan Chowdhury Performer Shampaa rejaa LyricsBengaliএই রূপালি চাঁদে তোমারই হাত দুটি মেহেদির লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই আহা কি শোনালে মন রাঙালে এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই।। শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি শুনে মনের আকাশে ভাসে তারা মিটিমিটি। তুমি কাছে এসে এ হৃদয় রাঙালে যদি তাতে আমারই নাম লিখে যা।। আমি তোমাকে পেয়ে সুখে আছি যেন ফুলের বুকে অলি কত কাছাকাছি। এই মেহেদি রাতে সাথে আছ তুমি যেন তুমি বিনে কিছু নাই শুধু তোমাকে কাছে পাই।। Englishei rūpāli chām̐de tomāra̮i hāt duṭi mehedir lāl raṅe āmi sājiẏe dite chāi āhā ki śhonāle man rāṅāle ebhābe sārā jīban yen tomāke kāchhe pāi|| śhudhu ekṭi golāp cheẏe pāṭhāle chiṭhi śhune maner ākāśhe bhāse tārā miṭimiṭi| tumi kāchhe ese e hṛdaẏ rāṅāle yadi tāte āmāra̮i nām likhe yā|| āmi tomāke peẏe sukhe āchhi yen phuler buke li kat kāchhākāchhi| ei mehedi rāte sāthe āchh tumi yen tumi bine kichhu nāi śhudhu tomāke kāchhe pāi||