Title (Indic)চন্দ্র সূর্য সবই আছে আগেই মতই WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Shekh saadee khaan Performer Samina Chowdhury LyricsBengaliচন্দ্র সূর্য সবই আছে আগেই মতই নদীতে ঢেউ উঠে কতই আগের মতই এই তুমি শুধু সেই তুমি নেই সেই তুমি নেই, সেই তুমি নেই।। পৃথিবী হাজার বদল হোক ভেবেছি বদলাবে না তোমার দুটি চোখ। পৃথিবী তো চলছে ঠিকই তারই নিয়মে তুমি শুধু হায়, সেই তুমি নেই।। জীবনে হাজার উঠুক ঝড় ভেবেছি ভাংবে না এ ভালবাসার ঘর। কান্না হাসি থাকবেই তো সবার জীবনেই তুমি শুধু হায়, সেই তুমি নেই।। Englishchandr sūry saba̮i āchhe āgei mata̮i nadīte ḍheu uṭhe kata̮i āger mata̮i ei tumi śhudhu sei tumi nei sei tumi nei, sei tumi nei|| pṛthibī hājār badal hok bhebechhi badlābe nā tomār duṭi chokh| pṛthibī to chalchhe ṭhika̮i tāra̮i niẏame tumi śhudhu hāẏ, sei tumi nei|| jībne hājār uṭhuk jhar̤ bhebechhi bhāṁbe nā e bhālabāsār ghar| kānnā hāsi thākabei to sabār jībanei tumi śhudhu hāẏ, sei tumi nei||