Title (Indic)আমি সারারাত শুধু যে কেঁদেছি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Manna Dey LyricsBengaliআমি সারারাত শুধু যে কেঁদেছি। বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে। জানি না কি অপরাধ করেছি।। পারিনি কিছুতে নিজেকে বোঝাতে কী করে সবই যে হলো হারাতে পারিনি সে রাতে তোমায় ফেরাতে ডেকেছি এ আঁখি শুন্য দুহাতে তবে কি ভুলেরই স্বর্গ গড়েছি। জানিনা কী অপরাধ করেছি।। জানি না কি পেলে তুমি এ খেলাতে সুখেরই ছবিটি ছিড়ে ফেলাতে জানি না তোমাকে আমি কি দিয়েছি নিজে চেয়েছি কী-বা পেয়েছি চোখেরই জলেতে মুক্তো যে ধরেছি।। বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে জানি না কি অপরাধ করেছি।। Englishāmi sārārāt śhudhu ye kem̐dechhi| bujhini e bhābe tumi chale yābe| jāni nā ki aprādh karechhi|| pārini kichhute nijeke bojhāte kī kare saba̮i ye halo hārāte pārini se rāte tomāẏ pherāte ḍekechhi e ām̐khi śhuny duhāte tabe ki bhulera̮i sbarg gar̤echhi| jāninā kī aprādh karechhi|| jāni nā ki pele tumi e khelāte sukhera̮i chhabiṭi chhir̤e phelāte jāni nā tomāke āmi ki diẏechhi nije cheẏechhi kī-bā peẏechhi chokhera̮i jalete mukto ye dharechhi|| bujhini e bhābe tumi chale yābe jāni nā ki aprādh karechhi||