Title (Indic)আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Manna Dey LyricsBengaliআমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম। জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম। (ও) কেন যে তোমার বুকের দীর্ঘশ্বাস ছড়ালাম।। সকলেই অঝোর ধারার বৃষ্টি কি আর হয় কেউ কেউ আগুন হয়েই সারা জীবন রয় আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম। (ও) কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম।। চাইলেই মনের মত মন কি সবাই পায় জীবনে অনেক কিছুই শুন্য রয়ে যায় আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম। (ও) সমব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম।। Englishāmi phul nā haẏe kām̐ṭā haẏei beśh chhilām| jāninā kon bhule tomār ām̐chle jar̤ālām āmi sukh nā haẏe duḥkh haẏei beśh chhilām| (o) ken ye tomār buker dīrghaśhbās chhar̤ālām|| sakalei ajhor dhārār bṛṣhṭi ki ār haẏ keu keu āgun haẏei sārā jīban raẏ āmi anek dūrer phāgun haẏei beśh chhilām| (o) ken ye kāchhe ese tomār mane chhar̤ālām|| chāilei maner mat man ki sabāi pāẏ jībne anek kichhui śhuny raẏe yāẏ āmi āmār byathār bojhā niẏei beśh chhilām| (o) samabyathār āśhāẏ ken ye hāt bār̤ālām āmi sukh nā haẏe duḥkh haẏei beśh chhilām||