Title (Indic)আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Shraabnee sen Writer Rabindranath Tagore LyricsBengaliআমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমি আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ছিলেম কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি , আমি তোমার গান তো গাই নি।। Englishāmār hiẏār mājhe lukiẏe chhile dekhte āmi pāini tomāẏ dekhte āmi pāini bāhir pāne chokh melechhi bāhir pāne āmār hṛdaẏ pāne chāini āmi āmār sakal bhālobāsāẏ sakal āghāt, sakal āśhāẏ tumi chhile āmār kāchhe tumi chhile āmi tomār kāchhe yāini tumi mor ānand haẏe chhile āmār khelāẏ ānande tāi bhule chhilem keṭechhe din helāẏ gopan rahi gabhīr prāne āmār duḥkh sukher gāne sur diẏechh tumi , āmi tomār gān to gāi ni||