Title (Indic)আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Saumitaa paal Banerjee LyricsBengaliআকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ॥ প্রভাত তারে খুঁজতে যাবে– ধরার ধূলায় খুঁজে পাবে তৃণে তৃণে শিশিরধারা ॥ দুখের পথে গেল চলে– নিবল আলো, মরল জ্বলে। রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে, দুঃখ তখন হবে সারা ॥ Englishākāśh hate khasal tārā ām̐dhār rāte pathhārā || prabhāt tāre khum̐jte yābe– dharār dhūlāẏ khum̐je pābe tṛṇe tṛṇe śhiśhirdhārā || dukher pathe gel chale– nibal ālo, maral jbale| rabir ālo neme ese miliẏe nebe bhālobese, duḥkh takhan habe sārā ||