Title (Indic)ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে WorkAnanyaa LanguageBengali Credits Role Artist Performer Jemas LyricsBengaliঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে হিমছড়ির বাঁকে ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে।। মেঠো পথে ধুলো মাখা গায়ে পায়ে পায়ে বুনো ছায়া, কাঁপন জাগায় ফুলে ফুলে দোলা জাগে, সুখেতে থেকে থেকে ওঠে, গেয়ে গেয়ে পাখিরা দীঘির বুকে রোদ মাখা জলে ধীরে ধীরে কেটে সাঁতার, চলে যাই ওপার নেচে নেচে ওঠে যেন, স্রোতেরা মাঝে মাঝে দুরে, যেন বাজে বাঁশিটা।। Englishai dur pāhār̤e lokālaẏ chher̤e dure man ker̤echhilo ek durant meẏe sei kabe himachhr̤ir bām̐ke o duṣhṭu meẏe dekhechhilām tomāke|| meṭho pathe dhulo mākhā gāẏe pāẏe pāẏe buno chhāẏā, kām̐pan jāgāẏ phule phule dolā jāge, sukhete theke theke oṭhe, geẏe geẏe pākhirā dīghir buke rod mākhā jale dhīre dhīre keṭe sām̐tār, chale yāi opār neche neche oṭhe yen, sroterā mājhe mājhe dure, yen bāje bām̐śhiṭā||