চলে গেছো তুমি দৃষ্টির অগোচরে প্রতিবাদ করিনি একবারও
অস্পৃশ্য তুমি অন্য জগতে কষ্টের খোরাক মাত্র
অস্ফুট এই কষ্ট লুকিয়ে আলতো করে আমি ডাকছি
জানি আসবেনা তবু যেন আজও তোমার প্রেমে আমি মত্ত।
ভুল ছিলনা তোমার জানি, বন্ধ বইয়ে তুমি বন্দী জানি
স্বপ্ন মোদের বাস্তবতার কাছে এসে হেরে গেলো
শান্ত মনে ভ্রান্ত হব প্রেমিক আমি, শেষ একটা বারের মত
ছুটন্ত আমি পথপ্রান্ত অনন্তদিনে, প্রেমেই আমার সমাধি
তোমার সাথে এবন্ধন আমার জমান্তরের
আসছি আমি, একটু একটু করে আসছি আমি তোমার কাছে।
তোমার কাছে আসছি আমি আর একটু পরে।
আজ মনে পড়ে সেই প্রথম চিঠি
আরো মনে পড়ে সেই প্রথম গোলাপ
আজ মনে পড়ে সেই বৃষ্টিভেজা রাত
আরো মনে পড়ে সেই সমুদ্রে সুপ্রভাত।