Title (Indic)ভালবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছ WorkKanyaa badal LanguageBengali Credits Role Artist Performer Naargis paarbheen LyricsBengaliভালবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছ চাই না আর কিছু চাই না যা পেয়েছি তা যেন হারাই না।। কী হতো সাজিয়ে পালঙ্ক তাজা ফুলের ঝালর দিয়ে কী হতো পান্না হীরার জড়োয়ায় গা সাজিয়া। বেনারশির আচল দিয়ে ঘুমটা টেনে কী হতো তুমি যদি ঘুমটাখানি খুলতে না।। কী হতো স্বপ্নপুরী ভালবাসার প্রাসাদ গড়ে কী হতো প্রেমের মুকুট কহিনূর মাথায় পড়ে। আমার এই ফুলের বনে ফাগুন এসে কী হতো তুমি যদি ভ্রমর হয়ে আসতে না।। Englishbhālbāsā diẏe more et sukh diẏechh chāi nā ār kichhu chāi nā yā peẏechhi tā yen hārāi nā|| kī hato sājiẏe pālaṅk tājā phuler jhālar diẏe kī hato pānnā hīrār jar̤oẏāẏ gā sājiẏā| benārśhir āchal diẏe ghumṭā ṭene kī hato tumi yadi ghumaṭākhāni khulte nā|| kī hato sbapnapurī bhālabāsār prāsād gar̤e kī hato premer mukuṭ kahinūr māthāẏ par̤e| āmār ei phuler bane phāgun ese kī hato tumi yadi bhramar haẏe āste nā||